গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের ফরোয়ার্ড ডিয়েগো জোতা। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন পর্তুগাল ফরোয়ার্ডের ভাই আন্দ্রে সিলভাও। ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভাই আন্দ্রে সিলভার সঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন জোতা। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।
অথচ মাত্র দুই সপ্তাহ আগেই জোতা দীর্ঘদিনের সঙ্গী রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন। যার সঙ্গে তার তিনটি সন্তানও রয়েছে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সেই বিয়ের আনুষ্ঠানিকতার ছবি পোস্ট করেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ২২ জুন।
বিবিসির খবরে জানানো হয়, আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় একটি টায়ার ফেটে তাদের ল্যাম্বরগিনি গাড়িটি রাস্তা থেকে ছিটকে যায় এবং পরে আগুন ধরে যায়।
জোটা গত মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জিততে অবদান রেখেছিলেন। জুন মাসে স্পেনকে হারিয়ে নেশন্স লিগের শিরোপা জয়ী পর্তুগাল দলের হয়েও খেলেন তিনি।
পর্তুগাল ফুটবল ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা শোক প্রকাশ করে বলেছেন, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এবং পুরো পর্তুগিজ ফুটবল সমাজ সম্পূর্ণভাবে বিধ্বস্ত। প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এক অসাধারণ ফুটবলারের চেয়েও বেশি কিছু ছিলেন ডিয়োগো জোতা। তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যাকে সহখেলোয়াড় থেকে শুরু করে প্রতিপক্ষরাও সম্মান করতো।’