বার্সেলোনার উর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ক্লাব প্রেসিডেন্ট বলে আসছেন, এই গ্রীষ্মে রিলিজ ক্লজ চুকিয়ে নিকো উইলিয়ামসকে অ্যাথলেটিক বিলবাও থেকে আনতে চায় তারা। এমন গুঞ্জনে ইতি টেনে দিয়ে বর্তমান ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেছেন এই উইঙ্গার।
আরও ১০ বছরের চুক্তি করেছেন উইলিয়ামস। ২০৩৫ সাল পর্যন্ত বিলবাওয়ে থাকছেন তিনি। রিলিজ ক্লজ আগের চেয়ে ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।
বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো সম্প্রতি বলেছিলেন, স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিতে তীব্র আকাঙ্ক্ষা দেখিয়েছেন উইলিয়ামস। বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা বলেন, তারা এই উইঙ্গারের ৫ কোটি ৮০ লাখ রিলিজ ক্লজ দিতে প্রস্তুত।
তবে শুক্রবার ঘটনার নতুন মোড় দেখা গেলো। বিলবাও এক ঘোষণায় জানালো, উইলিয়ামসের নতুন চুক্তি হচ্ছে।
স্পেনের ২২ বছর বয়সী উইঙ্গার উইলিয়ামসকে নিয়ে বার্সার আগ্রহ দীর্ঘদিনের। গত মৌসুমে প্রথমবার তার সঙ্গে চুক্তির চেষ্টা করেছিল।
১১ বছর বয়সে বিলবাওয়ে যোগ দেন উইলিয়ামস। একই ক্লাবে খেলেন তার ভাই ইনাকি উইলিয়ামস।
উইলিয়ামস বিলবাওয়ের সোশাল মিডিয়া চ্যানেলে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘যখন সিদ্ধান্ত হয়, আমার কাছে হৃদয়ের কথা শোনাই আসল। আমি সেখানে, যেখানে থাকতে চাই, আমার মানুষের সঙ্গে। এটাই আমার বাড়ি।’
বিলবাওয়ের প্রথম দলের সঙ্গে উইলিয়ামস মাঠে নামেন ২০২১ সালে। ক্লাবের হয়ে ১৬৭ ম্যাচ খেলে করেছেন ৩১ গোল। গত বছর কোপা দেল রে জয়ী দলের সঙ্গে ছিলেন উইলিয়ামস, যে অর্জনে ৪০ বছরের মেজর ট্রফি খরা ঘুচিয়েছে তারা।