‘আমিনুল ভাইয়ের মতো পেরেরা ব্যতিক্রম’

গত মৌসুমে তেকাঠির নিচে শেষ দিকে এসে ভুগতে হয়েছিল ফর্টিস এফসিকে। তাই এবার শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরাকে উড়িয়ে আনছে লিগে ষষ্ঠ হওয়া ঢাকার ক্লাবটি। দুই পক্ষের মধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে। 

এবার সার্কভুক্ত দেশগুলো থেকে খেলোয়াড় নিলে আর বিদেশি কোটায় নয়, দেশি খেলোয়াড় হিসেবে নিবন্ধন করার সুযোগ দিচ্ছে পেশাদার লিগ কমিটি। পেরেরাকে সেভাবেই নিবন্ধন করবে ফর্টিস। 

৩২ বছর বয়সী লঙ্কান গোলকিপার দেশের হয়ে ৫৬ ম্যাচ খেলেছেন। অধিনায়কত্বও করছেন। সবশেষ খেলেছেন মালদ্বীপের টিসি স্পোর্টসে। দক্ষিণ এশিয়াতে শ্রীলঙ্কার ফুটবলের অবস্থান আহামরি নয়। সাম্প্রতিক সময়ে প্রবাসীদের নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। পেরেরাকে আনা প্রসঙ্গে ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শ্রীলঙ্কার ফুটবল যাই হোক না কেন সুজন পেরেরা ব্যতিক্রম। দক্ষিণ এশিয়াতে অন্যতম সেরা। বাংলাদেশ দলের র‌্যাঙ্কিং যেমনই হোক না কেন! ব্যক্তি আমিনুল (হক) ভাই ছিলেন ব্যতিক্রম। বর্তমানে পেরেরাও তাই। গত মৌসুমে আমাদের গোলপোস্টের নিচে কিছুটা ভুগতে হয়েছিল। তাই এবার সুজন পেরেরার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আজকালের মধ্যে আইটিসির (আন্তর্জাতিক ছাড়পত্র) জন্য আবেদন করবো।’

দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আরও খেলোয়াড় আনার সম্ভাবনা রয়েছে ক্লাবটির। এর ম্যানেজার বলেছেন, ‘আরও একজন খেলোয়াড় আসতে পারে। এখনও ঠিক হয়নি। অনুশীলন শুরু হলে বিদেশি খেলোয়াড়রাও ক্লাবে চলে আসবে।’