সিঙ্গাপুরের কাছে হেরে হামজা-জামালদের অবনতি

বৃহস্পতিবার পুরুষ ফুটবল দলের সবশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাতে এক ধাপ পিছিয়েছে হামজা-জামালদের বাংলাদেশ। ১৮৩ থেকে বাংলাদেশের র‌্যাঙ্কিং এখন ১৮৪। 

বাংলাদেশ সবশেষ জুন উইন্ডোতে দু’টি ম্যাচ খেলেছে। নিজেদের মাঠে প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারালেও এশিয়ান কাপ বাছাইয়ে ২-১ গোলে সিঙ্গাপুরের কাছে হেরেছে। এমন হারে নেতিবাচক প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর জায়গা করে নিয়েছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। উয়েফা নেশন্স কাপে শিরোপাজয়ী পর্তুগাল এক ধাপ এগিয়ে ছয়ে এবং সাতে নেমে গেছে নেদারল্যান্ডস। আগে থেকেই আটে ছিল বেলজিয়াম। এক ধাপ করে এগিয়ে নয় ও দশ নম্বরে উঠে এসেছে জার্মানি এবং ক্রোয়েশিয়া।