২০৩০ বিশ্বকাপ আর্জেন্টিনা-উরুগুয়েতে!

203020২০৩০ সালে ফিফা বিশ্বকাপ শতবর্ষ পূর্ণ করতে যাচ্ছে। আর্জেন্টিনা ও উরুগুয়ে যৌথভাবে সেই ঐতিহাসিক বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নবনিযুক্ত সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের উদ্যোগকে সমর্থন করেছেন।

১৯৩০ সালে উরুগুয়ে প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে। সেবার আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিকরা। এরপর আর একবারও বিশ্বকাপ আয়োজন করতে পারেনি উরুগুয়ে।

অন্যদিকে আর্জেন্টিনাও মাত্র একবার বিশ্বকাপ আয়োজন করে। ১৯৭৮ সালে ঘরের মাঠে ফাইনালে নেদারল্যান্ডসে ৩-১ গোলে হারিয়ে বিশ্বজয়ের উল্লাসে মাতে আর্জেন্টাইনরা।

এর আগে, মাত্র একবার ফিফা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে। ২০০২ সালে জাপান ও কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করে। আর্জেন্টিনা ও উরুগুয়ে এবার হয়তো সেই সুযোগ পেতে যাচ্ছে।

/এমআর/