মঞ্জুর কাদেরের অভিযোগ অস্বীকার করলো বাফুফে

এশিয়ান ফুটবল কনফেডারেশন ( এএফসি)-এ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেডের সভাপতি মঞ্জুর কাদেরের নাম দলের ম্যানেজার হিসেবে পাঠানোর অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সোহাগ সাংবাদিকদের বলেন, ‘শেখ জামাল সভাপতিকে আমরা বার বার এএফসি কাপের ড্র অনুষ্ঠানে তাদের উপস্থিতির ব্যাপারটি মনে করিয়ে দিয়েছি। তিনি এতে কর্ণপাত করেননি।’
তিনি আরও যোগ করে বলেন, ‘বরং শেখ জামাল সভাপতি ও তার ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর নাম এএফসি কাপের ড্র অনুষ্ঠানের জন্য বাফুফে থেকে পাঠানো হয়েছিল। এএফসি এই দুটি নামকেই অজানা কারণে ওয়ার্কশপে শেখ জামালের প্রতিনিধিত্বকারী বলে মনে করেছে। এবং সেই ড্র অনুষ্ঠানে শেখ জামাল সভাপতি নিজে না গেলে চুন্নু সাহেব ড্র অনুষ্ঠানে উপস্থিত হন এবং মিডিয়া ম্যানেজার হিসেবে স্বাক্ষর করে অনুষ্ঠানে প্রবেশ করেন। শেখ জামাল সভাপতির নাম আমরা মিডিয়া ম্যানেজার হিসেবে পাঠাব কেন ? আমরা এই বিষয়টি অবগত এবং শেখ জামাল সভাপতি যে দাবি করেছেন তা সঠিক নয়। তাদের দুজনের ভিসার কাগজপত্রও বাফুফে থেকে পাঠানো হয়েছে। সেখানে শেখ জামাল সভাপতি হিসেবেই মঞ্জুর কাদেরের নাম পাঠানো হয়েছিল। ’

উল্লেখ্য, গত ডিসেম্বরে অনুষ্ঠিত এএফসির এই ওয়ার্কশপে যোগদান না করার জন্য শেখ জামালকে ১০ হাজার ডলার জরিমানা করে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এএফসি কাপ ২০১৬ সালের বিধিমালা ৩.৩.৯.১ ধারায় স্পষ্ট উল্লেখ আছে সুনির্দিষ্ট কারণ বা সীমাবদ্ধতা ছাড়া এএফসি কাপের আনুষ্ঠানিক কোনও কর্মকাণ্ডে অনুপস্থিত থাকলে দশ হাজার ডলার জরিমানা করা হবে।

/আরএম/এফআইআর/