পানামা পেপারসে ফিফা সভাপতি!

জিয়ান্নি ইনফান্তিনো! পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো! ফাঁস হওয়া নথির সূত্রধরে ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার দপ্তরে অভিযান চালিয়েছে সুইজারল্যান্ডের পুলিশ।
ফাঁস হওয়া এক কোটি ১৫ লাখ নথিতে ফিফার সদ্য নির্বাচিত সভাপতি ও সাবেক উয়েফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নামটি আসার পরই এই অভিযান। ২০০৬-০৭ সালে একটি সম্প্রচার সত্বের চুক্তিতে সই করেছিলেন তৎকালীন উয়েফা মহাসচিব ও বর্তমান ফিফা প্রধান ইনফান্তিনো।
যেই চুক্তিতে সম্প্রচার সত্ব একটি কোম্পানির কাছে কমদামে বিক্রি করেন ইনফান্তিনো। অপরদিকে ওই সত্ব অনেক বেশি দামে বিক্রি করে ওই কোম্পানি!
এদিকে এক বিবৃতিতে হতাশা প্রকাশ করেছেন ইনফান্তিনো। তিনি দাবি করেছেন, উয়েফার চুক্তিগুলো সঠিকভাবে সম্পাদিত হয়েছিল। এছাড়া এই চুক্তির ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়নি বলেই দাবি করেছেন ইনফান্তিনো।

/এফআইআর/