তীরে এসে তরী ডোবার আক্ষেপ হকি দলের

রানার্স-আপ বাংলাদেশশেষ মুহূর্তে ঝিমিয়ে যাওয়া ও কিছুটা দূর্ভাগ্যকেই বেক্সিমকো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে হারের কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক রোমান সরকার। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফাইনালের পর রোমান বলেছেন, ‘স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হবো, খুব কাছে এসেও পারলাম না।’

শেষ বাঁশি বাজার মাত্র ৪ সেকেন্ড আগে গোল হজম করা সম্পর্কে রোমানের ব্যাখ্যা খুবই স্পষ্ট, ‘শেষ মিনিটে আমাদের করণীয় কি ছিল তা আমাদের অজানা নয়, আমরা প্রস্তুতও ছিলাম। তবে মাহবুব চোট পাওয়ার পর হয়তো মনোযোগটা কমে গিয়েছিল। তা ছাড়া ভারত যেভাবে চাপ দিচ্ছিল তাতে আমরা চাইনি কোনও রকম বাজে পরিস্থিতির মধ্যে পড়তে কিংবা বাড়তি বিপদ ডাকতে। এর মাঝেই গোল হয়ে গেল। পুশটা এমন কিছু ছিল না, তবে কেউ সেটি আটকাতে পারল না।’
অনভিজ্ঞতাও একটা ভূমিকা রেখেছে বলে মনে করছেন রোমান, ‘আমরা আন্তর্জাতিক অঙ্গনে বেশি খেলি না, আমরা যদি আরও বেশি ম্যাচ খেলতে পারতাম তবে আজ (শুক্রবার) যে অবস্থা হয়েছে তা সামাল দেওয়ার জন্য কিছুটা হলেও মানসিক প্রস্তুতি থাকতো। আমরা মাঠে থাকতে চাই।’
এদিকে শিরোপা জিতে ভীষণ আনন্দিত ভারতীয় কোচ বিজে কারিয়াপ্পা, “বাংলাদেশ ভালো খেলেছে, তবে আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে করেই হোক আমরাই শিরোপা জিতবো। খেলোয়াড়ারা ভয় পায়নি কখনোই, তারা তাদের লক্ষ্যে ছিল অবিচল। আমার কাছে ভালো লেগেছে যে তারাই আমাকে বলছিলো, ‘আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের সেরা নৈপূণ্য প্রদর্শনে দৃঢ় প্রতিজ্ঞ। আমার দল ম্যাচ বাই ম্যাচ উন্নতি করেছে আর এই শিরোপা দলের জন্য বিশাল এক প্রাপ্তি।”
বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীর দলের জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ।
/আরএম/কেআর/