জাতীয় যুব হকির চ্যাম্পিয়ন বিকেএসপি

যুব হকি চ্যাম্পিয়ন বিকেএসপিঅগ্রণী ব্যাংক ২৬তম জাতীয় যুব হকির শিরোপা জিতেছে বিকেএসপি। আজ সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে বিকেএসপি ৫-০ গোলে ঢাকা শিক্ষা বোর্ডকে হারিয়ে শিরোপা জেতে।

বিকেএসপির সোহানুর রহমান ২০ ও ৫৮ মিনিটে পেনাল্টি কর্নারে দুটি গোল করেন। ২৯ ও ৩৭ মিনিটে দুটি ফিল্ড গোল করেছেন মো: মহসিন। ২৮ মিনিটে অন্য গোলটি এসেছে দেবাশিষ কুমার রায়ের স্টিক থেকে।

চ্যাম্পিয়ন বিকেএসপি ৩০ হাজার টাকা, রানার্স-আপ ঢাকা শিক্ষা বোর্ড ২০ হাজার টাকা প্রাইজ মানি পায়। 

বিকেএসপির শফিউল আলম শিশির সেরা খেলোয়াড়, সোহানুর রহমান ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। দুজনেই পান ১০ হাজার টাকার প্রাইজ মানি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লি: এর জেনারেল ম্যানেজার পংকজ রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লি: এর ডেপুটি জেনারেল ম্যানেজার শাহদাত হোসেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক, সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, টুর্নামেন্টে কমিটির সম্পাদক মো: মাহাবুবুল এহছান রানা ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও এ সময়ে উপস্থিত ছিলেন।

/আরএম/এফএইচএম/