প্রত্যাহার নয়, ঢাকা ছেড়ে ত্রিনিদাদে গেছে কানাডা

9425af274a43d9598be90c433c60083c-589870c53a43bহকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ থেকে নাম প্রত্যাহার করেনি কানাডা। আন্তর্জাতিক হকি ফেডারেশন আগামী ৪ মার্চ থেকে ঢাকায় শুরু হওয়া আসর ছেড়ে কানাডাকে নিয়ে গেছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর টাকারিগুয়াতে অনুষ্ঠিতব্য রাউন্ড-২ এর আরেক আসরে। আর তাদের জায়গায় বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে মালয়েশিয়াকে। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ও চেনা পরিবেশ দেখে মালয়েশিয়াও রাজি হয়েছে আসতে। 

নিরাপত্তার অভাব দেখিয়ে কানাডা ঢাকায় খেলতে অস্বীকার করলে আন্তর্জাতিক হকি ফেডারেশন নিজে উদ্যোগী হয়ে দুই দেশের মাঝে যোগাযোগ করে। মালয়েশিয়া ঢাকায় খেলতে রাজি হয়ে যাওয়ায় কানাডার পথ উন্মুক্তই থাকে।  

টাকারিগুয়াতে ২৫ মার্চ থেকে শুরু হওয়া আসরে মালয়েশিয়াকে খেলতে হতো যুক্তরাষ্ট্র, রাশিয়া, সুইজারল্যান্ড, চিলি, জাপান, বার্বাডোজ এবং আয়োজক ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে। সেই তুলনায় ঢাকায় চীন, ঘানা, ওমান, ফিজি, শ্রীলঙ্কা, মিশর ও আয়োজক বাংলাদেশের বিপক্ষের গ্রুপটা অনেক সহজ। আর বর্তমানে বিশ্বের ১৩ নম্বর র‌্যাংকিংয়ের মালয়েশিয়া ঢাকায় শীর্ষ দল হিসেবেই খেলবে।

এদিকে নিজ মাঠে ভালো খেলার জন্য কঠোর অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ। বিকেএসিপতে দিনে দুই বেলা, আবার কখনও তিন বেলা অনুশীলন করছেন জিমি চয়নরা। তবে দল কবে চূড়ান্ত হবে? দক্ষিণ আফ্রিকা সফরের আগে, না পরে সেটাও চূড়ান্ত হয়নি।

/আরএম/এফএইচএম/