ধারাবাহিকতা ধরে রাখতে চায় পাকিস্তান

বাংলাদেশের গোলমুখে পাকিস্তানের একটি আক্রমণ। ছবি-রবিউল ইসলামবাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে দারুণ সূচনা করেছে পাকিস্তান। আগামী ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য শিরোপা প্রত্যাশী দলটির।

বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৭-০ গোলে জেতার পর সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ ইরফান বলেছেন, ‘এশিয়া কাপের মতো টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা খুব গুরুত্বপূর্ণ। আমরা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে সফল হয়েছি। বাংলাদেশ ভালোই খেলেছে, তারা সুযোগও পেয়েছিল, কিন্তু মিস করেছে। আমরাও কয়েকটি সুযোগ মিস করেছি।’

ইরফানের মতে, বেশ কয়েকটি পরিবর্তনই পাকিস্তানকে বড় জয়ের পথে এগিয়ে দিয়েছে, ‘তৃতীয় কোয়ার্টারে আমরা বেশ কয়েকটি পরিবর্তন করে খেলায় গতি নিয়ে আসি। তৃতীয় কোয়ার্টারের গোলগুলি ম্যাচে আমাদের এগিয়ে দিয়েছে। আমরা এই ফলের ধারবাহিকতা ধরে রেখে টুর্নামেন্টে ভালো করতে চাই।’