আবারও বাংলাদেশের জালে ৭ গোল

ভারতের আনন্দ আর বাংলাদেশের হতাশার এমন দৃশ্য ছিল ম্যাচ জুড়ে। ছবি-ফেসবুকপাকিস্তানের বিপক্ষে হার ৭-০ গোলে। পরের ম্যাচে সামনে আরেক শক্তিশালী প্রতিপক্ষ ভারত। আগের ম্যাচের হতাশা ঝেড়ে নতুনভাবে শুরুর কথা শুনিয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। কিন্তু ভাগ্য বদল হলো না, শুক্রবার এশিয়া কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষেও স্বাগতিক দল  হেরেছে ৭-০ গোলে।

ঘরের মাঠে ভালো করার প্রত্যয় ছিল বাংলাদেশের। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দল থাকলেও হকিতে সুদিন ফেরানোর কথা শুনিয়েছিলেন জিমি-চয়নরা। কিন্তু টানা দুই ম্যাচের লজ্জায় আরও বড় ধাক্কা খেলো বাংলাদেশের হকি। দাঁড়াতেই পারেনি তারা ভারতের বিপক্ষে। গোলের পর গোল হজম করে সেমিফাইনালে খেলার স্বপ্নটাও শেষ হয়ে গেছে স্বাগতিকদের।

ভারতের গোল-উৎসবের শুরু সপ্তম মিনিটে, গুজরাট সিংয়ের গোলে। ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকাশদীপ সিং। মিনিট তিনেক পর আবারও বাংলাদেশের জালে বল, এবার স্কোরশিটে নাম তোলেন এসভি সুনীল। প্রথম তিন গোলের মতো ভারতের চতুর্থ লক্ষ্যভেদও ফিল্ড গোল থেকে, যখন অমিত রোহিদাস জাল খুঁজে পান।

হারমানপ্রিত সিং ২৮ মিনিটে ব্যবধান ৫-০ করেন পেনাল্টি কর্নার থেকে। ৪৭ মিনিটে তিনি পান দ্বিতীয় গোল। তার মাঝে অবশ্য একবার লক্ষ্যভেদ করেন রমনদীপ সিং। ফলে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত, বিপরীতে বাংলাদেশ পায় আরেকটি বড় লজ্জা।

শুক্রবার ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-জাপান। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া পাকিস্তানকে আটকে দিয়েছে জাপান। টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

আগামী রবিবার গ্রুপের শেষ ম্যাচে এই জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।