মিয়ানমারে হকি আম্পায়ার শাহবাজের নতুন ‘চ্যালেঞ্জ’

প্রমিজিং আম্পায়ার হওয়ার কাছাকাছি শাহবাজ আলী। ছবি-ফেসবুককিছুদিন আগে ইউরোপে হকি ম্যাচ পরিচালনার স্বীকৃতি পেয়েছেন আম্পায়ার সেলিম লাকি। তার পথ ধরে এগোচ্ছেন আরেক তরুণ আম্পায়ার শাহবাজ আলী। গত দুই বছরে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে ২৪টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তবে শাহবাজের গণ্ডি এখনও এশিয়ার মধ্যে সীমাবদ্ধ। এবার তার সামনে নতুন সম্ভাবনার দুয়ার।

আগামী ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মিয়ানমারে হবে মেন’স এশিয়ান চ্যালেঞ্জ কাপ হকি। বুধবার শাহবাজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মিয়ানমারে আমি নিরপেক্ষ আম্পায়ারের দায়িত্ব পালন করবো। এখন আমি প্রমিজিং আম্পায়ার হওয়ার কাছাকাছি। লাকি ভাই প্রমিজিং আম্পায়ার। ৭.৫ পয়েন্ট স্কোর করতে পারলে প্রমিজিং হবো, বর্তমানে আমার স্কোর ৭.৪। মিয়ানমারে ভালো করতে পারলে হয়তো এশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপ কিংবা অন্য কোথাও বাঁশি বাজানোর সুযোগ আসবে।’

মিয়ানমারে ভালো করতে তিনি আশাবাদী, ‘মিয়ানমারে ভালোভাবে ম্যাচ পরিচালনা করতে পারলে পয়েন্ট যোগ হবে। তখন আমাকে প্রমিজিং আম্পায়ারের স্বীকৃতি দিতে পারে এফআইএইচ (আন্তর্জাতিক হকি ফেডারেশন)। নইলে আরও দুয়েকটি আন্তর্জাতিক আসরের জন্য অপেক্ষা করতে হবে।’

জীবনে দুজনের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করলেন শাহবাজ, ‘আমার এখানে আসার পেছনে লাকি ভাই আর ওস্তাদ ফজলুর বিশাল অবদান। তাদের অনুপ্রেরণায় আজ আমি আন্তর্জাতিক অঙ্গনে বাঁশি বাজাতে পারছি। আমার লক্ষ্য, বিশ্বের বড় আসরগুলোতে দেশকে প্রতিনিধিত্ব করা।’

২০১৪ সালে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষেক শাহবাজের। বয়স মাত্র ২৪ হলেও দেশের হকি অঙ্গনে তিনি পরিচিত মুখ। জাতীয় দল বা প্রিমিয়ার লিগে কখনও খেলার সুযোগ হয়নি, তবে প্রথম বিভাগ লিগে খেলেই শাণিত করেছেন নিজেকে।