হকির দলবদলের সময় বাড়লো

hockey logoপ্রিমিয়ার হকি লিগের দলবদল আগামী ২৭ মার্চ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২৯ মার্চ।  তবে সময় বাড়িয়ে ৩ এপ্রিল পর্যন্ত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

শুক্রবার ওয়ার্কিং কমিটির সভা শেষে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘একাধিক ক্লাব দলবদল পেছানোর আবেদন করেছে। কিন্তু এই মুহূর্তে দলবদল পেছানো সম্ভব নয়। তবে দলবদল ৩ এপ্রিল পর্যন্ত চলবে। ক্লাবগুলোর সুবিধার জন্য আমরা দলবদলের সময় কয়েকদিন বাড়িয়েছি।’

সভায় ওমানে সদ্য সমাপ্ত এশিয়ান গেমস বাছাই পর্বে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় দলের জন্য মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তির নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে সভায়।