হকি তারকা ইব্রাহিম সাবের আর নেই

ইব্রাহিম সাবের আর নেইহকির কিংবদন্তি ইব্রাহিম সাবের আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ (বুধবার) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক এই হকি তারকা। ৭৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এই খেলোয়াড়।

ইব্রাহিম সাবের শুধু বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড় নন। পূর্ব পাকিস্তানের বিভিন্ন দলের হয়ে একাধারে ফুটবল, বাস্কেটবল, এমনকি ক্রিকেটও খেলেছেন। স্বাধীনতার পর খেলেছেন আবাহনীতে।

হকিতে আব্দুস সাদেক, মোহাম্মদ মহসিন ও সাবের ছিলেন ‘ত্রিরত্ন’। পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ দলে সুনামের সঙ্গে খেলেছেন তারা।

ত্রিরত্নের মহসিন আগেই পৃথিবী ছেড়েছেন। এবার সাবেরকে হারিয়ে আরও নিঃসঙ্গ বোধ করছেন একসময়ের সতীর্থ সাদেক। বাংলা ট্রিবিউনকে এই সংগঠক বলেছেন, ‘আমরা একসঙ্গে খেলেছি। পড়াশোনাও একই সঙ্গে। আমার অন্যতম কাছের মানুষ ছিলো সে। আজ সাবের চলে গেলো। খুব খারাপ লাগছে।’