ওমানের জালে বাংলাদেশের ৫ গোল

প্রথম ম্যাচে সহজেই জিতেছে যুব দলআগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় জুনিয়র এশিয়া কাপ হকিকে সামনে রেখে ওমানের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই দারুণ সাফল্য যুব দলের। মঙ্গলবার প্রতিপক্ষকে বিধ্বস্ত করে তারা জিতেছে ৫-১ গোলে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু থেকেই ছিল লাল-সবুজ দলের আধিপত্য। ম্যাচের তৃতীয় মিনিটে অধিনায়ক আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। চার মিনিট পর আরশাদ হোসেনের ফিল্ড গোলে দ্বিগুণ হয় ব্যবধান।

১৭ মিনিটে সোহানুর রহমান সবুজের তৃতীয় গোলের উৎসও পেনাল্টি কর্নার। ৩৩ মিনিটে নাইমুদ্দিনের ফিল্ড গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। দুই মিনিট পর ওমানের রাশেদ আল ফাজারি ব্যবধান কমালেও ৪২ মিনিটে মাহবুব হোসেনের লক্ষ্যভেদে বড় জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।

তবে এত বড় জয় পেয়েও ঠিক সন্তুষ্ট নন বাংলাদেশ দলের কোচ মামুনুর রশীদ। ম্যাচশেষে তিনি বলেছেন, ‘আমরা আরও ভালো খেলতে পারতাম, আরও বড় ব্যবধানে জিততে পারতাম। আসলে প্রথম ম্যাচ বলে ছেলেদের মধ্যে কিছুটা জড়তা ছিল। আশা করি, পরের ম্যাচে আরও বড় জয় পাবে বাংলাদেশ।’

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বুধবার।