বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি স্থগিত

জমকালো আয়োজনে হয়েছিল লোগো উন্মোচনকরোনাভাইরাসের কারণে ঘরোয়া ও আন্তর্জাতিক অনেক খেলাই এখন বন্ধ। আগামী কয়েক মাসের মধ্যে যে সব খেলার সূচি আছে, তাতেও আসছে পরিবর্তন। এই যেমন আগামী ৪ থেকে ১২ জুন ঢাকায় হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি। এখন সেটাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

কিছুদিন আগে ঢাকায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতাটির লোগো উন্মোচন করা হয়েছিল। করোনার কারণে এখন খেলাই অনিশ্চিত হয়ে পড়লো।

বুধবার প্রতিযোগিতাটি স্থগিত ঘোষণা করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। শুধু জুনিয়র এশিয়া কাপ নয়, এ বছরের ১৪ থেকে ২১ জুন দক্ষিণ কোরিয়ার ডং হায়ে অনুষ্ঠেয় নারী এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিও স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া প্রতিযোগিতাগুলো পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজনের চেষ্টা করবে এএইচএফ। এজন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে তারা।