ঘোড়ার গাড়ি ও ব্যান্ডপার্টিতে উৎসবমুখর মেরিনার্স

প্রিমিয়ার হকি লিগে অন্যতম ফেভারিট দল ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। ২০১৬ সালে প্রথম লিগ শিরোপা ঘরে তুলেছিল মতিঝিল পাড়ার দলটি। যদিও ২০১৮ সালে ধরে রাখতে পারেনি। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে আজ (মঙ্গলবার) দলবদলের তৃতীয় দিনে জাঁকজমকভাবে দলবদল সম্পন্ন করেছেন মামুনুর রহমান চয়ন-ফজলে রাব্বিরা। ঘোড়ার গাড়িতে চড়ে ও ব্যান্ডপার্টি বাজিয়ে খেলোয়াড়-কর্মকর্তারা বিকালটি উৎসবমুখর করে রাখে।

মূলত অভিজ্ঞ ও নবীনদের নিয়ে গড়া হয়েছে এবারের দলটি। ১৬ জনের নিবন্ধিত দলে রয়েছেন চয়ন-বিপ্লব-ফজলে রাব্বি-ইরফানুলের মতো অভিজ্ঞ খেলোয়াড়। যাদের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। আবার লিমন-সবুজদের মতো অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়ও দলে ভিড়িয়েছে মেরিনার্স।

এই দল নিয়ে বেশ আশাবাদী জাতীয় দলের সাবেক ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন। বাংলা ট্রিবিউনকে গত দুইবারের অধিনায়ক বলেছেন, ‘এবারও শিরোপার জন্য দল গড়া হয়েছে। আশা করছি, আবারও আমরা লিগের ট্রফি জিততে পারবো। সেভাবেই দল গড়া হয়েছে।’

স্থানীয়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়ও সংগ্রহ করছে ক্লাবটি। যেই জায়গায় দুর্বলতা রয়েছে, সেখানে বিদেশি খেলোয়াড় এনে পূরণ করার লক্ষ্য। মামুনুর বললেন, ‘আমাদের বিদেশি খেলোয়াড় আসবে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে। বিদেশি খেলোয়াড় চলে আসলে দলটি ভারসাম্যপূর্ণ হবে।’

মেরিনার ইয়াংস ক্লাবের স্কোয়াড: বিপ্লব কুজুর, মামুনুর রহমান চয়ন, সাদিকুল ইসলাম, পারভেজ হোসেন, আশিকুর জামান, মেহেদী হাসান লিমন, সোহানুর রহমান সবুজ, ইরফানুল হক, মিলন হোসেন, সাইজ্জুদ্দিন, রোহান সাব্বির, তাসিন আলি, শাহরুখ আহমেদ শাহ, সাহিদুর রহমান, খলিলুর রহমান ও ফজলে হোসেন রাব্বী।