ভারতীয় আম্পায়ারের বাংলায় লেখা অভিযোগ নিয়ে তোলপাড়

ঘরোয়া হকিতে বিতর্ক নতুন কিছু নয়। এবারও বিতর্ক উঠেছে নতুন করে। প্রিমিয়ার হকি লিগে বিদেশি আম্পায়ার দিয়ে খেলা চালানো হচ্ছে। একজন ভারতীয়, অন্যজন শ্রীলঙ্কান। সেই ভারতীয় কোচই অভিযোগ করেছেন আবাহনী-বাংলাদেশ স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচ নিয়ে। প্রশ্ন উঠতেই পারে, একজন আম্পায়ার অভিযোগ জানাতে পারেন, সেখানে বিতর্কটা কোথায়? 

অভিযোগটি নিয়ে তোলপাড় যে জন্য হচ্ছে তা হলো ভাষা! বাংলাভাষী না হয়েও ভারতীয় আম্পায়ার তরুণ যাদব অভিযোগপত্রটি দিয়েছেন বাংলায়। সেখানেই অন্য কিছুর গন্ধ পাচ্ছে হকি ফেডারেশন!

তরুণ যাদব আবাহনী লিমিটেড-বাংলাদেশ স্পোর্টিংয়ের ম্যাচে আম্পায়ার ছিলেন ২৯ অক্টোবর। সেখানে তার কিছু সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড়দের প্রতিবাদ জানাতেও দেখা গেছে। এই কারণে খেলা কিছুক্ষণ বন্ধও ছিল। ম্যাচ শেষে তাই তরুণ যাদব বাংলায় লিখিত অভিযোগ দিয়েছেন! 

তরুণের এই বাংলায় অভিযোগ দেওয়া নিয়ে হকি ফেডারেশনও অবাক হয়েছে। পরে ফেডারেশন জানতে পেরেছে, ভারতীয় আম্পায়ার বাংলা লিখতে না পারলেও সতীর্থ কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। 

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভারতীয় সেই আম্পায়ার বাংলা লিখতে পারেন না। সতীর্থ কেউ লিখে দিয়েছে। যা ঠিক হয়নি। ভারতীয় আম্পায়ার ইংরেজি জানেন। ইংরেজিতে লিখতে পারলেই হতো। আর চিঠিতে ম্যাচের পর কে কী করলো সেটা তো তার দেখার বিষয় নয়। সে তো এখানকার কাউকে চিনেন না। আমার মনে হয় এখানে অন্য কারও ইন্ধন আছে। আমরা বিষয়টি দেখছি।’