শ্রীলঙ্কাকে হারিয়ে মূল পর্ব নিশ্চিত বাংলাদেশের

এশিয়ান গেমস বাছাই হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) সকালে ব্যাংককের এই প্রতিযোগিতায় লাল-সবুজ দল ৩-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এই জয়ে বাংলাদেশের এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হলো। পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত হয়েছে জিমি-শিতুলদের।

চার কোয়ার্টারে ১৫ মিনিট করে খেলা হয়েছে। এর মধ্যে প্রথম কোয়ার্টারে বাংলাদেশকে কোনও গোল দিতে দেয়নি লঙ্কানরা।

১৮ মিনিটে আসে প্রথম গোল। পেনাল্টি কর্নার থেকে ডিফেন্ডার আশরাফুল ইসলাম গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। ৫ মিনিট পর ব্যাবধান দ্বিগুণ হয়। ২৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আরেক ডিফেন্ডার খোরশেদুর রহমান লক্ষ্যভেদ করে দলকে ২-০তে এগিয়ে নেন।

পিছিয়ে থেকে লঙ্কানরা ১ গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৪৪ মিনিটে ওয়ারনাকুলা ভিপুল আক্রমণ থেকে গোল করেন।

তবে ৫৩ মিনিটে বাংলাদেশ তৃতীয় ও শেষ গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয়। রোমান সরকার আক্রমণ থেকে গোল করেন।

আগামী ১২ মে সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।