ভারতের বিপক্ষে বড় হার বাংলাদেশের

এশিয়া কাপ হকি সামনে রেখে বাংলাদেশ দল এখন ইন্দোনিশিয়ার রাজধানী জাকার্তায়। সেখানে প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জিতলেও দ্বিতীয় ম্যাচে বড় হার দেখতে হয়েছে। আজ (শনিবার) শক্তিশালী ভারতের কাছে আত্মসমর্পণ করেছে তারা ৫-১ গোলে হেরে।

প্রস্তুতি ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করতে হয়েছে। লাল-সবুজ দলের হয়ে একমাত্র গোলটি করেছেন আরশাদ আলী।

এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। জাপান ও স্বাগতিক ইন্দোনেশিয়ার অবস্থানও এই গ্রুপে। ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ওমানের সঙ্গে জায়গা হয়েছে বাংলাদেশের।

আগামী ২৩ মে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। লাল-সবুজ দলের দ্বিতীয় ম্যাচ ২৪ মে, প্রতিপক্ষ ওমান। আর গ্রুপের শেষ ম্যাচ ২৫ মে খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ১ জুন হবে ফাইনাল। তার আগে রয়েছে স্থান নির্ধারণী ম্যাচ।

এবারের এশিয়া কাপ থেকে শীর্ষ চার দল যাবে ২০২৩ হকি বিশ্বকাপে।