এক সপ্তাহের মধ্যে ‘প্রতিশোধ’ নিলো বাংলাদেশ 

এক সপ্তাহ আগে এশিয়ান গেমস বাছাইয়ে ওমানের কাছে উড়ে গিয়েছিল বাংলাদেশ। হারতে হয় ৬-২ গোলের ব্যবধানে। এক সপ্তাহের ব্যবধানে তার মধুর প্রতিশোধও নিয়েছে লাল-সবুজ জার্সিধারিরা। এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বের লড়াইয়ে ওমানকে হারিয়েছে ২-১ গোলে।

র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ওমান। তাদের অবস্থান ২৬তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ৩১। তার পরেও সাম্প্রতিক সময়ে টার্ফের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান লড়েছে। একবার ওমান জেতে তো আরেকবার বাংলাদেশ!

মঙ্গলবার জাকার্তায় ম্যাচ ঘড়ির ৬ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করে  দলকে এগিয়ে নেন। ১৭ মিনিটে ম্যাচে সমতায় ফেরে ওমান। আক্রমণ থেকে আল ফাজারি রাশেদ লক্ষ্যভেদ করেন। এর পর আর ব্যবধান বাড়াতে পারেনি তারা। বরং ৪০ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় আবার। মোহাম্মদ রকিবুল পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ কোয়ার্টার পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ ‘বি’ গ্রুপে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়ার।