ফ্র্যাঞ্চাইজি লিগে দ.কোরিয়া-পাকিস্তানের কোচ

৬ দল নিয়ে প্রথমবারের মতো মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। যার পোশাকি নাম হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। লিগে থাকছে সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ওয়ালটন, একমি, রূপায়ন গ্রুপ, সাইফ পাওয়ারটেক ও মেট্রো এক্সপ্রেস। দলগুলোর জন্য বিদেশি কোচের নামও কর্তৃপক্ষ চূড়ান্ত করেছে।

ছয়জনের মধ্যে দক্ষিণ কোরিয়ার তিনজন কোচ তালিকায় আছেন। তারা হলেন- সিন জিন হু, সেংগেট সং ও ইয়াং কিং। এরপরেই আছেন মালয়েশিয়ার দুজন শাফিউল আজলি ও ধর্মরাজ আব্দুল্লাহ। আর পাকিস্তান থেকে আছেন ওয়াসিম আহমেদ। এদের সঙ্গে ১৩জন স্থানীয় কোচও থাকবেন। কাল সোমবার বিকালে কোচদের ড্র হবে।

এছাড়া আগামী মাসের শেষ দিকে হতে যাওয়া লিগকে ঘিরে ১৯০ জন খেলোয়াড়ের বিপ টেস্ট করা হয়েছে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিদেশি কোচ চূড়ান্ত। কে কোন দলে কোচিং করাবেন, তা কাল ড্রয়ের মাধ্যমে ঠিক হবে। খেলোয়াড়দের বিপ টেস্ট হয়েছে।’