সাকিবের দল পেলো কোরিয়ান কোচ

আগামী অক্টোবরের শেষের দিকে হতে যাচ্ছে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি হকি লিগ। যার পোশাকি নাম হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। লিগে অংশ নেওয়া ছয়টি দল আগেই চূড়ান্ত হয়েছে। আজ নির্ধারণ হলো দলগুলোর বিদেশি কোচও।

হকি ফেডারেশনে সোমবার দলগুলোর অংশগ্রহণে ড্র অনুষ্ঠানে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পেয়েছে দক্ষিণ কোরিয়ান কোচ সিন জিন হুকে। আর সহকারী রয়েছেন শহিদুল্লাহ টিটুকে। একমি পেয়েছে পাকিস্তানের কোচ ওয়াসিম আহমেদ ও সহকারী হেদায়তুল ইসলাম রাজীবকে। ওয়ালটনের হেড কোচ মালয়েশিয়ার সাইফুল আজলী ও সহকারী জাহিদ হোসেন রাজু। সাইফ পাওয়ারটেকে হেড কোচ হয়েছে মালয়েশিয়ার ধরমা রাজ ও সহকারী আশিকুজ্জামান। মেট্রো এক্সপ্রেসের হেড কোচ দক্ষিণ কোরিয়ার সিন জিন হু ও সহকারী মওদুদুর রহমান শুভ। রুপায়ন গ্রুপে দক্ষিণ কোরিয়ান ইউয়ান কিই ও সহকারী মশিউর রহমান বিপ্লব।

বিদেশি কোচ সবারই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া বিভিন্ন দেশে কোচিং করানোর অভিজ্ঞতাও কম নয়। হেড কোচদের পাশাপাশি সহকারীদের সবাই বাংলাদেশি। লাল-সবুজ দলে খেলার অভিজ্ঞতা ছাড়াও তারা ক্লাব ও সংস্থায় কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন।

কোচদের ড্রয়ের পর এবার খেলোয়াড়দের নিলামও হবে শিগগিরই। এমনটি জানা গেছে হকি ফেডারেশন সূত্রে।