শাহবাজকে নিয়েও জয় পেলো না সাকিবের দল

হকির ‘ম্যারাডোনা’ খ্যাত পাকিস্তানের শাহবাজ আহমেদকে পরামর্শক হিসেবে উড়িয়ে এনেছে মোনার্ক পদ্মা। দিনকয়েক দলের সঙ্গে থেকে দলকে ৫৪ বয়সী সাবেক তারকা কতটুকু উজ্জীবিত করতে পেরেছেন, তা হয়তো বলার সময় হয়ে ওঠেনি। তবে ফ্র্যাঞ্চাইজি হকি লিগের শুরুটা তাদের ভালো হয়নি। হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের দল প্রথম ম্যাচেই হেরেছে। তবে হারলেও শেষের দিকে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কুমিল্লার রূপায়ন সিটি ৩-২ গোলে মোনার্ক পদ্মাকে হারের তিক্ত স্বাদ দিয়েছে।

মওলানা ভাসানি স্টেডিয়ামে শুক্রবার ম্যাচ ঘড়ির শুরুর দিকে রূপায়ন সিটি কুমিল্লা এগিয়ে যায়। ৩ মিনিটের সময় বক্সের সামনে জটলা থেকে সাইদুর রহমান সাজু ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন। চার মিনিট পর রূপায়ন সিটি ব্যবধান দ্বিগুণ করে। সতীর্থের পাস থেকে সোহানুর রহমান সবুজ রিভার্স হিটে জাল কাঁপান।

প্রথম কোয়ার্টারে টানা চারটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি মোনার্ক পদ্মা।

২৩ মিনিটে পুষ্কর খীসা মিমো আক্রমণ থেকে লক্ষ্যভেদ করে রূপায়ন সিটিকে আরও এগিয়ে নেন। ম্যাচের শেষের দিকে মোনার্ক মার্ট জ্বলে ওঠে। দুই গোল শোধ দিয়ে ম্যাচে দারুণভাবে ফেরার ইঙ্গিত দেয়।

৫৬ মিনিটে মোনার্ক মার্ট এক গোল শোধ দেয়। পেনাল্টি কর্নার থেকে মিয়া তানিমিতসু ব্যবধান কমান। পরের মিনিটে আক্রমণ থেকে ওয়েহিহং সিও দ্বিতীয় গোল করে দলকে আশা দেখান। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে রূপায়ন সিটি কুমিল্লারই। ৩-২ গোলে স্কোরলাইন রেখে জয় পেয়েছে তারা।