হকি মাঠে গাইলেন তাহসান, করলেন গোল!

হকি চ্যাম্পিয়নস ট্রফির প্রসার বাড়াতে বিভিন্ন মাধ্যমের তারকাদের মাঠে নিয়ে আসা হচ্ছে। আজ (শনিবার) যেমন মওলানা ভাসানী স্টেডিয়ামে এসেছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। খেলার ফাঁকে জাতীয় নারী হকি দলের খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে ফান গেমে অংশ নিয়েছিলেন তিনি। পাশাপাশি নিজের পছন্দের গানও গেয়েছেন। এসময় তার সঙ্গে খেলোয়াড়রা কোরাসে অংশ নিয়েছেন।

হকি মাঠে তাহসান আসবেন, তাই আজ দর্শকদের ভিড় একটু বেশিই ছিল। গ্যালারির সামনে গিয়ে অভিবাদনের জবাবও দিয়েছেন এই তারকা। হকি স্টিক কীভাবে ধরতে হয়, সেটি সাবেক বিকেএসপি কোচ কাওসার আলী শিখিয়ে দিচ্ছিলেন। শুরুর হিটে গোল করতে না পারলেও পরেরটিতে ঠিকই লক্ষ্যভেদ করেছেন তাহসান।

ফান গেমে অংশ নিয়ে তাহসান দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, ‘হকি মাঠে প্রথম এলাম। সব সময় মনে রাখবেন একটা দেশে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেন সব খেলার পাশে থাকি। একটা বা দুটো খেলার পাশে না থাকি। হকি লিগ নতুনভাবে শুরু হয়েছে।  আয়োজকদের এর জন্য  ধন্যবাদ।’

এদিন রাতের ম্যাচে ওয়ালটন ঢাকা ৭-৩ গোলে হারিয়েছে একমি চট্টগ্রামকে।

এর আগে মেট্রোএক্সপ্রেস বরিশাল ও মোনার্ক পদ্মা ২-২ গোলে ড্র করে ভাগাভাগি করেছে পয়েন্ট।