শাহবাজ নয় আসছেন মালয়েশিয়ান কোচ

প্রিমিয়ার হকি লিগে পরামর্শক কোচ হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসার কথা ছিল বিশ্বকাপজয়ী খেলোয়াড় পাকিস্তানের শাহবাজ আহমেদের। কিন্তু ভিসা জটিলতা ও অন্যান্য কারণে তার আর আসা হয়নি। তবে শাহবাজের জায়গায় মঙ্গলবার ভোর রাতে সাদা-কালো শিবিরে আসছেন বাংলাদেশের সাবেক কোচ মালয়েশিয়ার ইমান গোপিনাথন।

ঢাকায় এসেই বুধবার বিকালে মোহামেডানের হয়ে পুলিশ স্পোর্টিংয়ের বিপক্ষে ডাগ আউটে থাকবেন। ক্লাব সূত্রে জানা গেছে এমনই তথ্য।

এমনিতে দলটির কোচ হয়ে কাজ করছেন শহীদুল্লাহ টিটু।  গোপিনাথন আসায় দল আরও সামনের দিকে এগিয়ে যেতে চায়।

২০১৮ সালে ইন্দোনেশিয়ার এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের দায়িত্বে ছিলেন মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি। এর তিন বছর পর বিকেএসপির কোচ হয়ে কাজ করেন।

আর এবার প্রথমবারের মতো ঢাকার কোনও ক্লাব দলের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ার সাবেক ডিফেন্ডার।