জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান

তিন হলুদ কার্ডের কারণে দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি নেই।  তাকে ম্যাচে পাওয়ার জন্য আগেই আবেদন করে রেখেছিলেন ক্লাব কর্মকর্তারা। কিন্তু হকি ফেডারেশন তাদের আবেদনে সাড়া দেয়নি। তাই অঘোষিত ফাইনালে আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামা নিয়ে সংশয় থাকলেও তা উবে গেছে। ‘বৃহত্তর স্বার্থ’ চিন্তা করে মোহামেডান মাঠে খেলতে নামছে। ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশিদ স্বাক্ষরিত চিঠিতে এমনই তথ্য দেওয়া হয়েছে। 

তবে পাশাপাশি আজকের ম্যাচে সবকিছু নিরপেক্ষ না হলে পরবর্তিতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার দিকে যাবে ক্লাব কর্তৃপক্ষ- এমন হুমকিও দিয়ে রেখেছে। এরই মধ্যে গোপিনাথনের দল টার্ফে অনুশীলনও করছে।

এই ম্যাচের আগে মোহামেডানের ১৪ ম্যাচে সংগ্রহ ৩৫ পয়েন্ট। আবাহনীর ৩৪ ও মেরিনার্সের সংগ্রহ ৩৭। দ্বিতীয় ম্যাচে আবাহনী যদি মোহামেডানকে হারায় তাহলে আকাশী-হলুদদের সংগ্রহও হবে ৩৭। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী প্লে-অফ ম্যাচের মাধ্যমে শিরোপা নির্ধারিত হওয়ার কথা। আর যদি মোহামেডান জেতে, তাহলে তারাই হবে চ্যাম্পিয়ন। আর মোহামেডান-আবাহনী ম্যাচটা ড্র হলে শিরোপা থেকে যাবে মেরিনার্সের ঘরে।