ওমানে চার ম্যাচে ৪০ গোল হজমের ব্যাখ্যা দিলো বাংলাদেশ

গত জুনে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে রানার্সআপ হয়ে বাংলাদেশ নারী দল প্রথমবার এশিয়া কাপের জুনিয়রদের ইভেন্টের চূড়ান্ত পর্বে ওঠে।  কিন্তু ওমানে চূড়ান্ত পর্বে কঠিন অবস্থায় পড়েছে অর্পিতারা। গ্রুপে ৪ ম্যাচে সবকটিতে হেরেছে ৪০ গোল হজম করে।  এ নিয়ে দলের মধ্যে নিজেদের অসহায়ত্বের কথা শোনা গেছে। 

মাসকটে দিন কয়েক আগে ছেলেরা জুনিয়র হকিতে দশ দলের মধ্যে সেরা পাঁচে থেকে আগামী বছর বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ। আর মেয়েরা একই শহরে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। গ্রুপ পর্বে ৪ ম্যাচেই হার। 

চীনের কাছে ১৯-০ তে,  দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হার ১৩-১ গোলে, থাইল্যান্ডের কাছে হার ২-১ ব্যবধানে ও মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে। চার ম্যাচে ৪০ গোল খেয়ে বাংলাদেশ দিতে পেরেছে মাত্র তিনটি। অধিনায়ক অর্পিতা পাল দুটি ও অন্যটি নাদিরা ইমা করেছেন একটি।

বাংলাদেশ দলের ম্যানেজার ও সাবেক খেলোয়াড় তারিকুজ্জামান নান্নু বাজে ফল নিয়ে মাসকট থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'বাছাইতে সমমানের দল ছিল। তাই রানার্সআপ হতে পেরেছি। এখানে চীন, ভারত শীর্ষ দল। ভারত তো বর্তমান চ্যাম্পিয়নই। তার ওপর আমাদের মেয়েদের গড় বয়স ১৬। অন্যদের ২০। তিন বছর পর মেয়েরা আরও অভিজ্ঞ হলে তখন লড়াই করা সম্ভব হবে। এখন বাস্তবতা মেনে নিতে হবে।'

১৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে নবম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ । তবে পরেরবার আবারও বাছাই পর্ব খেলতে হবে অর্পিতাদের।