যশোর থান্ডার্স চ্যাম্পিয়ন

যশোরে হকি ফাইভ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোর থান্ডার্স। 

আজ শামসুল হুদা স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় যশোর থান্ডার্স ৮-৬ গোলে যশোর লাইটনিংসকে হারিয়ে শিরোপা জিতেছে। কাব্য ও সাধ সর্বোচ্চ তিনটি করে গোল করেন। 

টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল রানার্সআপ দলের আতিক, ম্যান অব দ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের কাব্য ও সেরা গোলকিপার যশোর রাইডার্সের যুবরাজ। 

খেলা শেষে পুরস্কার দেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জমান, খায়রুল কবির চঞ্চল ও জে ডি এস এর এডহক কমিটির অন্যান্য সদস্য। এই প্রতিযোগিতা সাবেক ও বর্তমান খেলোয়াড়দের এক মিলন মেলায় পরিণত হয়েছিল।