সেমিফাইনালে জাপানকে পেলো বাংলাদেশ 

চীনে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ছেলেদের খেলায় বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। ফাইনালে উঠার লড়াইয়ে মওদুদুর রহমান শুভর দল পেয়েছে জাপানকে। ১১ জুলাই হবে দুই দলের লড়াই। 

আজ বুধবার পাকিস্তানের কাছে চীন হেরে যাওয়ায় বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়।  অন্য দিকে জাপান হয়েছে গ্রুপ সেরা। জাপানকে পেয়ে বাংলাদেশের কোচ শুভ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জাপান ভালো দল। তাদের বিপক্ষে আমরা লড়াই করার চেষ্টা করবো।’

এদিকে আজ মেয়েদের সেমিফাইনালে বাংলাদেশ ৯-০ গোলে চীনের কাছে হেরেছে। এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে মেয়েরা।