পূর্বাচলে অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে

সংসদে অর্থমন্ত্রীরাজধানী ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করবে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, 'স্পোর্টস কমপ্লেক্সের মূল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে ৫০ হাজার। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে কর্মসংস্থানসহ ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার হবে। অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। প্রকল্পের সুফল পাবে সকল পর্যায়ের জনগণ।'
তিনি আরও বলেন, 'দেশি-বিদেশি সবার কাছেই স্থাপনাগুলো বিশেষভাবে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন স্থান হিসেবে সমাদৃত হবে। এ জন্য আমাদের ৭০ একর জমি ক্রয় করতে হবে। এ এলাকাকে জাতীয় যোগাযোগ ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। প্রকল্পের ব্যয় পরবর্তীতে জানানো হবে এবং আশা করছি ২০১৮ সালে এ প্রকল্পটি সম্পন্ন হবে।'

এ ছাড়া ক্রীড়া প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন অর্থমন্ত্রী বলেন, 'ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রমের জন্য ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।'

/আরএম/এমআর/