২০০ মিটারেও চ্যাম্পিয়ন বোল্ট

অলিম্পিক ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ অক্ষুন্ন রেখেছেন জ্যামাইকান সুপারস্টার উসাইন বোল্ট। আজ শুক্রবার সকালে রিওর নীল ট্র্যাকে আবারও দেখা গেল বোল্ট বিদ্যুত। ছয় নম্বর লেনে দৌড়ানো বোল্টের সঙ্গে পেরে উঠেননি কেউই। ১৯ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতলেন টানা তৃতীয় অলিম্পিক ২০০ মিটার স্বর্ণ। ২০০৮ বেইজিং, ২০১২ লন্ডন হয়ে রিওতে ২০০ মিটারের স্বর্ণপদক জিতে ইতিহাসের অবিসংবাদিত নায়ক হলেন তিনি।3761BDF500000578-3748243-image-a-73_1471571899010
টানা তিনবার ২০০ মিটার স্বর্ণজয়ী একমাত্র খেলোয়াড় বোল্ট। এমনকি বোল্ট ছাড়া এই ইভেন্টে টানা দুইবার স্বর্ণ জেতেনি কেউই।
কানাডার ২৩ বছর বয়সী আন্দ্রে ডি গ্রাস চ্যালেঞ্জ করেছিলেন বোল্টকে। তবে সফল হননি। ২০ দশমিক ০২ সেকেন্ডে সময় নিয়ে জিতেছেন রৌপ্য আর ফরাসী স্প্রিন্টার ক্রিস্টোফ লিমেত্রে ২০ দশমিক ১২ সেকেন্ড সময় নিয়ে পান ব্রোঞ্জ।
/আরএম/এমআর/