রিও অলিম্পিকের পর্দা নামছে সোমবার

রিও অলিম্পিকের পর্দা নামছে সোমবার রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কাল রবিবার ব্রাজিল সময় রাত আটটায় (বাংলাদেশ সময় সোমবার ভোর পাঁচটা) পর্দা নামছে রিও অলিম্পিকের। ৫ আগস্ট মহা সমারোহে শুরু হয়েছিল এ ক্রীড়া মহোৎসবের। ১৬ দিন বিশ্ব ক্রীড়াঙ্গনকে মাতিয়ে রাখার পর যবনিকা হবে অলিম্পিকের ২৮তম আসরের। তবে সমাপনী অনুষ্ঠানে কী থাকছে তা ‘টপ সিক্রেট’ হিসেবেই রেখেছে রিও অলিম্পিকের সাংগঠনিক কমিটি।

তিন মিলিয়ন পাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলের শীর্ষ মডেল জিসেল বুনচেনের ক্যাটওয়াক এবং লেজার ও আলোর বর্ণিল সমারোহ সারা বিশ্বের নজরকাড়ে। আর এরমধ্য দিয়েই কাল নিভিয়ে ফেলা হবে অলিম্পিক মশাল। এটি হস্তান্তর করা হবে টোকিওর আয়োজকদের কাছে। আর চার বছর পর ২০২০ সালে তারাই অলিম্পিকের ৩০তম আসরের আয়োজক। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে অসুস্থতার কারণে  উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। কালকে তিনি উপস্থিত থাকবেন।

বিশ্বখ্যাত নরওয়েজিয়ান ইলেকট্রনিক মিউজিক কম্পোজার ও গায়িকা জুলিয়া মাইকেলস গাইবেন ‘ক্যারি মি’ গানটি। বিখ্যাত ব্রাজিলিয়ান কোরিওগ্রাফার রোজা মাঘালেস থাকবেন উপস্থাপনায়। সমাপনী অনুষ্ঠানের স্থায়িত্ব হবে প্রায় চার ঘণ্টা।

/আরএম/এফআইআর/