বিশ্ব দাবা অলিম্পিয়াডে যাচ্ছেন বাংলাদেশের দাবাড়ুরা

1212আজারবাইজানের বাকুতে বিশ্ব দাবা অলিম্পিয়াড শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। এতে বাংলাদেশ জাতীয় দাবা দল ওপেন এবং মহিলা বিভাগে অংশ নেবে। আসন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে ফিদের ট্রাভেল ফান্ড থেকে বাংলাদেশ দাবা ফেডারেশন নয় হাজার তিনশো ইউরো (আট লাখ ২১ হাজার ৯৪২ টাকা) পাওয়ায় দল পাঠানো সহজ হচ্ছে।

আগামী ৩১ আগস্ট মধ্যরাতে বাংলাদেশ দল বাকুর উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবে। অতীতের মত এবারও দাবাড়ুদের পাশাপাশি বেশকিছু কর্মকর্তাও যাচ্ছেন অলিম্পিয়াডে।

ওপেন বিভাগে চার গ্র্যান্ডমাস্টার যথাক্রমে নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর। মহিলা বিভাগে দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আক্তার লিজা এবং তিন মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন, নাজরানা খান ইভা এবং জাকিয়া সুলতানা অংশ নেবেন।

বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ উপলক্ষ্যে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন দাবা ফেডারেশন। এতে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও দাবা অলিম্পিয়াডের বাংলাদেশ দলের হেড অব ডেলিগেশন ও সাইফ পাওয়ারটেক লি. এর ব্যবস্থাপনা পরিচালক তরাফদার মো. রুহুল আমিন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কেএম শহিদউল্যা ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম উপস্থিত ছিলেন।

/আরএম/এমআর/