সাত দল নিয়ে আইএইচএফ কাপ হ্যান্ডবল

handball-federation-logoআন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) উদ্যোগে এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকায় আগামী ৯ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে আইএইচএফ আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট। ২০১০ সালে শেষবার দেশে কোনও আন্তর্জাতিক হ্যান্ডবলের আসর বসেছিল। ছয় বছর পর আবারও আন্তর্জাতিক হ্যান্ডবলের স্বাদ নিতে পারবে ক্রীড়াপ্রেমিরা।
সাতটি দল খেলছে এবারের আসরে। আইএইচএফের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের সাতটি দেশ-আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আয়োজক বাংলাদেশ খেলছে পাঁচ দিন ব্যাপি এই টুর্নামেন্টে। প্রত্যেক দেশের জাতীয় পুরুষ ও মহিলা দল অংশ নিচ্ছে টুর্নামেন্টটিতে।
সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে করা হয়েছে টুর্নামেন্টের সাংগঠনিক কমিটি। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের দল আসছে এ টুর্নামেন্টে, স্বাভাবিকভাবেই নিরাপত্তা একটা বড় বিষয়। আমরা এ টুর্নামেন্টকে সফল করতে সবার সহযোগিতা চাই।’
/আরএম/কেআর/