জাতীয় কুস্তিতে বিজিবি ও আনসার চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন আনসার ও বিজিবিদুইদিন ব্যাপী ৩২তম পুরুষ ও ৬ষ্ঠ মহিলা জাতীয় কুস্তি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিজিবি ও মহিলা বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী দিনে মহিলা চ্যাম্পিয়ন দল আনসার পেয়েছে ৬টি স্বর্ণ ও ১টি রৌপ্যসহ মোট ৭টি পদক। পুরুষ বিভাগের  চ্যাম্পিয়ন দল বিজিবি পেয়েছে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক।
মহিলা  বিভাগে ২টি স্বর্ণ ও ৬টি রৌপ্যসহ মোট ৮টি পদক পেয়ে রানার্স আপ হয়েছে সেনাবাহিনী।  পুরুষ বিভাগে  রানার্স আপ আনসার পেয়েছে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক।

এবারের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মোট ১৬টি ক্যাটাগরিতে বিভিন্ন জেলা দল, বিভাগীয় দল ও সার্ভিসেস দল থেকে মোট ১৫০জন কুস্তিগীর অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ইফাদ মাল্টি প্রোডাক্টস লি: এর প্রতিনিধি ব্র্যান্ড কর্মকর্তা আতিকুর রহমান নাহিদ, বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদসহ অন্যরা।

/আরএম/এফএইচএম/