জুনিয়র টেনিসে শারদা ও জিংগির শিরোপা

 

tennis_closing_12_11_2016ওয়ালটন ৩০তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বালক বিভাগে ভারতের রিসাব শারদা ও বালকা বিভাগে চীনের জিংগি ওয়াং শিরোপা জিতেছেন। 

শনিবার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে রিসাব শারদা ৬-৪, ৭-৬ গেমে কোরিয়ার চ্যাং ওক পার্ককে ও জিংগি ওয়াং ৬-২, ৬-২ গেমে ভারতের কেশপ তানিশাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। বালক দ্বৈতের ফাইনালে ভারতের গুঞ্জন জাদেশ ও সাচ্চি শর্মা ৪-৬, ৬-৪, ১০-৪ গেমে কোরিয়ার দি হান কিম ও জং হান লিকে হারিয়ে দেন।

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফসহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার, সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, আবু সালেহ মো: ফজলে রাব্বি খান, টুর্নামেন্ট ডিরেক্টর লুৎফর রহমান ছান্টুসহ বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন।

/আরএম/এফএইচএম/