বুধবার বাংলাদেশের সামনে ম্যাকাও

hockey logoএএইচএফ কাপ হকি টুর্নামেন্টে গ্রুপ ’এ’ তে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কাল বুধবার বিকেল চারটায় মাঠে নামছে বাংলাদেশ। হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ম্যাকাও।

এর আগে স্বাগতিক হংকং ও চায়নিজ তাইপে দুই দলকেই ৪-২ গোলে হারিয়ে তালিকার শীর্ষে ওঠে জিমি-চয়নরা। কাল গ্রুপ পর্বে শেষ ম্যাচ তাদের। নিজ গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে শনিবার থেকে শুরু প্রাক-স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হবে ‘বি’ গ্রুপের এর রানার্স আপ সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে।

দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট যেহেতু ছয়, তাই এই ম্যাচ ড্র করলেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সমান ম্যাচে ম্যাকাওয়ের পয়েন্ট শূন্য। হংকং বা চায়নিজ তাইপের মধ্যে গ্রুপের অন্য খেলাটিতে যে কোনও একটি দল জিতলে তাদের পয়েন্ট হবে ৩ খেলায় ৬। তাই বাংলাদেশকে টপকাতে পারবে না কেউই। 

গ্রুপের দুই ম্যাচে বাংলাদেশ গোল করেছে ৮টি, হজম করেছে ৪টি। মামুনুর রহমান চয়ন এবং রাসেল মাহমুদ জিমির রয়েছে সমান ৩টি করে গোল। এছাড়া ১টি করে গোল করেছেন আশরাফুল ইসলাম এবং রোমান সরকার।

/আরএম/এফএইচএম/