রবিবার শুরু জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো চ্যাম্পিয়নশিপ

swimmingবাংলাদেশ সাঁতার ফেডারেশনের ব্যবস্থাপনায় কাল রবিবার থেকে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সাঁতার কমপ্লেক্সে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ২৮তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো  চ্যাম্পিয়নশিপ।

প্রতিযোগিতায় সাঁতারে ছেলে ও মেয়েদের ১৯টি করে মোট ৩৮টি, ডাইভিংয়ে ৩টি এবং ওয়াটারপোলোয় ১টি করে স্বর্ণপদক রয়েছে।

এবারের আসরে জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, সার্ভিসেস দল এবং সাঁতার ক্লাবসহ মোট ৫৯ টি দলের ৩৩৪ জন ছেলে ও ৮৬ জন মেয়ে সাঁতারু অংশ নেবেন। প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে  ২০ লক্ষ টাকা।  

আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে প্রতিযোগতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিজ, যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক এম বি সাইফ, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল হোসেন বাদশা।

/আরএম/এফএইচএম/