১১৭ নম্বরের কাছে হেরে স্বপ্নভঙ্গ জোকোভিচের

জোকোভিচকে হারানোর উল্লাস করছেন ইস্তোমিনপ্রায় এক যুগ ধরে মেলবোর্ন পার্ক শাসন করছেন নোভাক জোকোভিচ। এবারও তার হাতেই বছরের প্রথম গ্র্যান্ড স্লামের শিরোপা দেখছিল টেনিস বিশ্ব। কিন্তু তাদের সবাইকে চমকে দিলেন উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিন। র‌্যাংকিংয়ের ১১৭ নম্বরে থাকা এ খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডেই বিদায় করে দিলেন জোকোভিচকে। রেকর্ড সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্নও ভেঙে গেল সার্ব তারকার।
ছয়বারের চ্যাম্পিয়ন জোকোভিচের জন্য মেলবোর্ন পার্কে হার একেবারেই অপরিচিত। ২০১১ সাল থেকে মেলবোর্নে ৪১ ম্যাচ খেলে সার্ব তারকা বৃহস্পতিবার পেলেন দ্বিতীয় হারের তেতো স্বাদ।

১২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জোকোভিচের বিপক্ষে উজবেক প্রতিপক্ষ তীব্র লড়াই করে গেছেন শুরু থেকেই। ৩০ বছরের ইস্তোমিন চার ঘণ্টা ও ৫০ মিনিটের লড়াইয়ে সার্ব তারকাকে হারান ৭-৬ (৮), ৫-৭, ২-৬, ৭-৬ (৫) ও ৬-৪ গেমে।

২০০৮ সালের পর কোনও গ্র্যান্ড স্লামে প্রথমবার দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন গত বছরের চ্যাম্পিয়ন জোকোভিচ। আর র‌্যাংকিংয়ের ১০০ নম্বরের বাইরে থাকা কোনও প্রতিপক্ষের কাছে তার এ হার ২০১০ সালের পর প্রথম। সূত্র- বিবিসি স্পোর্টস

/এফএইচএম/