থেমে গেল হালিমের বিশ্ব রেকর্ড গড়ার প্রয়াস

 
হালিমগিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে আবদুল হালিমের তৃতীয় বিশ্ব রেকর্ড গড়ার প্রয়াস।
 
কাল রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল মাথায় রেখে সাইকেল চালিয়ে হালিমের তৃতীয় গিনেস বিশ্ব রেকর্ড গড়ার কথা ছিল। হালিমকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল বল মাথায় রেখে সাইকেল চালিয়ে দীর্ঘতম দূরত্ব অতিক্রম করার কোনও রেকর্ড গিনেসের নেই। কিন্তু পরবর্তীতে তারা জানায় এ সংক্রান্ত একটি আবেদন প্রক্রিয়াধীন আছে বলে এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন কোনও রেকর্ডের পদক্ষেপ না নেওয়াই ভালো।
 
শুক্রবার জানা গেছে নাইজেরিয়ার হ্যারিসন চিনেডু বল মাথায় রেখে ১০৩ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। গত ২২ নভেম্বর তিনি এই রেকর্ড গড়ার প্রয়াস চালান। তবে গিনেস কর্তৃপক্ষ এখনও এ প্রচেষ্টাকে রেকর্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। তারা এখনও এটি যাচাই-বাছাই করছে।
 
২০১১ সালে বল মাথায় নিয়ে ১৫.২ কিলোমিটার অতিক্রম করে প্রথমবার কীর্তি গড়েছিলেন। এরপর ২০১৫ সালে ২৭.৬২ সেকেন্ডে বল মাথায় নিয়ে রোলার স্কেটিংয়ে করে ১০০ মিটার অতিক্রম করে দ্বিতীয় গিনেস বিশ্ব রেকর্ড গড়েন।
 
/আরএম/