রোল বল বিশ্বকাপ শুরু শুক্রবার

roll ballনতুন এক ক্রীড়া স্থাপনায় নতুন এক খেলাকে দেখবে বাংলাদেশ। আগামী শুক্রবার থেকে নব নির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হচ্ছে চতুর্থ রোল বল বিশ্বকাপের আসর। বিশ্বের  ৪০ দেশের রোল বল খেলোয়াড়রা অংশ নেবেন এতে। এত বেশি দেশের অংশগ্রহণে কোনও খেলার অনুষ্ঠান বাংলাদেশে হয়নি কখনও।

খুব বেশি বয়স হয়নি খেলাটির। রোলার স্কেটিংয়ের ওপর হ্যান্ডবল বলা যায় রোল বলকে। ২০১১ সালে ভারতের পুনেতে এই খেলার উদ্ভব। এরপর ধীরে ধীরে বিশ্বজুড়ে বিকশিত হচ্ছে এটি। প্রথম বিশ্বকাপ হয় ২০১১ সালে ভারতে। ২০১৩ সালে কেনিয়ায় ও ২০১৫ সালে আবারও  ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। বিশ্বকাপে বাংলাদেশের সেরা অর্জন সপ্তম স্থান আর গতবারই প্রথম বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়।

রোল বলের চতুর্থ বিশ্বকাপে খেলতে এশিয়া মহাদেশের ১৯টি, আফ্রিকা মহাদশের ১১টি ও ইউরোপ থেকে ৭টি, দক্ষিণ আমেরিকার ২টি দেশ অংশ নিচ্ছে। পুরুষ দল রয়েছে ৩৯টি দেশের, আর মহিলা ২৯ দেশের।  এর মাঝে স্লোভেনিয়ার শুধুমাত্র মহিলা দল খেলবে। 

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি, প্রধানমন্ত্রীর এসডিজি বিষযক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ আজ বুধবার নব নির্মিত কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন রোল বলের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উম্মোচিত হবে। তিনি বলেছেন, ’রোল বল বিশ্বকাপ নিয়ে আসছে নতুন এক খেলাকে। এই খেলাকে জনপ্রিয় করার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব। তাছাড়া এই বিশ্বকাপ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে।’

আন্তর্জাতিক রোল বল সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর রবীন্দ্র কপিল বলেছেন, ’রোল বলের এত বড় আয়োজন এবারই প্রথম। এর আগে ৩৪ দল নিয়ে হয়েছিল বিশ্বকাপ, এবার হচ্ছে ৪০ দল নিয়ে। বাংলাদেশের তাই কৃতিত্ব প্রাপ্য।’

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান বলেছেন, ‘এ পর্যন্ত সপ্তম হওয়াই আমাদের সেরা সাফল্য। তবে এবার যেহেতু খেলা হচ্ছে নিজের মাঠে, তাই আমরা আগের চেয়ে ভালো ফল করতে চাই। আমরা প্রস্তুতি ম্যাচে ভারত ও নেপালকে হারিয়েছি।’

পল্টন ময়দানের হ্যান্ডবল স্টেডিয়াম ছাড়াও মিরপুর ইনডোর স্টেডিয়ামে খেলা হবে বলে  জানিয়েছেন আয়োজকরা।

/আরএম/কেআর/