হকি ওয়ার্ল্ড লিগে মুখোমুখি বাংলাদেশ-মালয়েশিয়া

হকি ওয়ার্ল্ড লিগে মুখোমুখি বাংলাদেশ-মালয়েশিয়ামালয়েশিয়ার বিপক্ষে কাল শনিবার বিকাল চারটায় হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২-এ যাত্রা শুরু করবে বাংলাদেশ।  যেখানে টুর্নামেন্টর শীর্ষ বাছাই মালয়েশিয়ার বিপক্ষে জয়ের প্রত্যাশা করছে না স্বাগতিকরা তবে প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে যোগ্যতার শেষ বিন্দু দিয়ে লড়াই করার জন্যই মাঠে নামবে জিমি-চয়নরা।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক অতীতে বলার মতো কোনও সাফল্য নেই। গত এশিয়ান গেমসে ৫-১ গোলে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের শীর্ষ দল মালয়েশিয়ার বিশ্ব র‌্যাংকিং ১৩, বাংলাদেশের ৩২।

বাংলাদেশের জার্মান কোচ অলিভার কার্টজের বিশ্বাস তার দল দুই দিনের বিশ্রামে ঝেড়ে ফেলেছে সব ক্লান্তি, ‘ফুরফুরে মেজাজে মাঠে নামবে বাংলাদেশ, মালয়েশিয়ার বিপক্ষে আমাদের হারাবার কিছু নেই, তবে আমরা তাদের কৌশলের বিপক্ষে সতর্কতার সঙ্গে খেলবো। লক্ষ্য থাকবে ম্যাচ ড্র করার দিকেই, শুরুতে টুর্নামেন্টের শীর্ষ দলের বিপক্ষে খেলার সুবিধা হলো খেলোয়াড়রা নিজেদের ভুল পরবর্তীতে শুধরে নিতে পারে। আমাদের লক্ষ্য দ্বিতীয় স্থান তাই সবদিক থেকেই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে মালয়েশিয়ান কোচ স্টিফেন ফন হুইজেন নিজ মাঠে বাংলাদেশকে দেখছেন কঠিন প্রতিপক্ষ হিসেবে, ‘বাংলাদেশের সাম্প্রতিক খেলাগুলো আমি দেখেছি, নিজ মাঠে খেলবে তারা।। বাংলাদেশকে আমরা প্রতিপক্ষ হিসেবে সমীহ করি। আমরা জয় দিয়ে আমাদের যাত্রা শুরু করতে চাই, সর্বশক্তি দিয়েই ম্যাচ জয়ের চেষ্টা করবো।’

বাংলাদেশের ম্যাচটি দিনের চতুর্থ ও শেষ ম্যাচ। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে খেলবে চীন ও ঘানা, ১১টা ৩০ মিনিটে মিশর ও শ্রীলঙ্কা, ১টা ৪৫ মিনিটে  খেলবে ওমান ও ফিজি।

/আরএম/এফআইআর/