আবারও বিওএ মহাসচিব শাহেদ

boaবিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব নির্বাচিত হতে চলেছেন বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। আজ সোমবার আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য বিওএ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মহাসচিব পদে সৈয়দ শাহেদ রেজা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় আবারও তিনিই হতে  চলেছেন বিওএ মহাসচিব। 

সভাপতি পদে জেনারেল আবু বেলাল মো: শফিউল হক ছাড়া আর কোনও মনোনয়নপত্র জমা পড়েনি। তবে এ পদে সাধারণত নির্বচন হয় না। এটি সরকার কর্তৃক নির্ধারিত হয় আর পদটি  সেনাবাহিনী প্রধানের জন্য সংরক্ষিত। 

বিশিষ্ট শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুও সহ-সভাপতি পদে নির্বাচিত হতে চলেছেন। পাঁচটি সহ-সভাপতি পদের মাঝে একটি নন অলিম্পয়ান কোটা আছে। সে কোটায় অঞ্জন চৌধুরী পিন্টুই একমাত্র প্রার্থী।   

হকি ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীর তার নাম জমা দিয়েছেন উপমহাসচিব পদে নির্বাচন করার জন্য। 

মনোনয়ন পত্র জমা দিলেন যারা

সভাপতি- জেনারেল আবু বেলাল ও মো: শফিউল হক

সহ-সভাপতি পদের সংখ্যা- ৫টি, মোট প্রার্থী ৬ জন: অঞ্জন চৌধুরী পিন্টু, মাহবুব আরা গিনি, মিজানুর রহমান মানু, শেখ বশির আহমেদ, বাদল রায় ও নাজিম উদ্দিন চৌধুরী। 

মহাসচিব- সৈয়দ শাহেদ রেজা।

উপমহাসচিব- পদের সংখ্যা ৩টি, মোট প্রার্থী ৫ জন: আসাদুজ্জামান কোহিনুর, ইন্তেখাবুল হামিদ অপু, শফিউল্লাহ আল মুনীর, নজিব আহমেদ ও আশিকুর রহমানর মিকু। 

কোষাধ্যক্ষ- পদের সংখ্যা- ১টি, মোট প্রার্থী ২ জন: কাজী রাজিবউদ্দীন আহমেদ চপল ও ইমতিয়াজ খান বাবুল।

সদস্য পদের সংখ্যা- ২৩, মোট প্রার্থী-  ২৫ জন (ক্রীড়া ফেডারেশন) নুরুল ফজল বুলবুল, আ; সাদেক, এম বি সাইফ, আমির হোসেন বাহার, মো: আলী দীন, তাবিউর রহমান, শওকত আলি খান জাহাঙ্গির, এম এ কুদ্দুস খান, এ কে সরকার, আবদুল করিম মন্টু, মাহমুদুল ইসলাম রানা, খোরশেদ আলম, আহমেদুর রহমান, এ কে এম সেলিম, খন্দকার হাসান মুনীর, নন অলিম্পয়ান স্পোর্টস- কে এম শহিদুল্লাহ, আঞ্চলিক অলিম্পিক অ্যাসোসিয়েশন- মর্তুজা রশিদি দারা, সিরাজউদ্দীন মো: আলমগীর, মাহদুদ জামাল, ডি এস এ টুটুল। মহিলা ক্রীড়া সংস্থা- হামিদা বেগম, সার্ভিসেস- লে. কর্নেল ওসমান সারোয়ার, ক্রীড়া মন্ত্রণালয়- ওমর ফারুক, জাতীয় ক্রীড়া পরিষদ- অশোক কুমার বিশ্বাস, স্পেশাল অলিম্পিক্স- আশরাফ দৌলা।

/আরএম/এফএইচএম/