হুইলচেয়ার ক্রিকেট দলকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংবর্ধনা

দিল্লি জয় করে ফেরা বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলহুইলচেয়ার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল ভারতকে তাদেরই মাটিতে হারিয়ে দিয়েছে। দিল্লি থেকে সিরিজ জিতে ফেরা বাংলাদেশ হুইলচেয়ার দলকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। আজ সোমবার দুপুরে শহরের পৌর মিলনায়তনে এই সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়াবাসী।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘ভারতের বিপক্ষে এই জয় আমাদের অবিস্মরণীয় ঘটনা। এটা আমাদের ইতিহাসে লেখা থাকবে।’ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো: মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘যাদেরকে আমরা প্রতিবন্ধী মনে করি, তারা কিন্তু দেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে।’

এর আগে গত ১৫ এপ্রিল ভারত থেকে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর দুই দেশের সীমান্তের শূন্যরেখায় জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিরল সংবর্ধনা প্রদান করা হয় হুইলচেয়ার দলকে।

/কেআর/