ফাইনালে যেতে পারলেন না জহির

মোহাম্মদ জহির রায়হানসেমিফাইনালে উঠে দারুণ কীর্তির হাতছানি ছিল মোহাম্মদ জহির রায়হানের সামনে। কিন্তু পারলেন না। আইএএফ বিশ্ব যুব অ্যাথলেটিকসের আসরে বৃহস্পতিবার ৮ জনের মধ্যে পঞ্চম হলেন বাংলাদেশের এই যুব অ্যাথলেট।

কেনিয়ার নাইরোবিতে আগের দিন হিটে তৃতীয় হয়ে জায়গা করে নিয়েছিলেন ৪০০ মিটারের সেমিফাইনালে। ওই কীর্তি গড়ার পথে জহির নিজের রেকর্ড লিখেছিলেন নতুন করে। ক্যারিয়ার সেরা ৪৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন। পরদিন সেমিফাইনালের হিটে তার দৌড় শেষ করতে সময় লেগেছে আরও দশমিক ২২ সেকেন্ড বেশি। অর্থাৎ ৪৮.২২ সেকেন্ড সময় লেগেছে তার ফিনিশিং লাইন ছুঁতে। ৪৭.৬৬ সেকেন্ড সময় নিয়ে তাকে পেছনে ফেলে চতুর্থ হয়ে ফাইনালে উঠেছেন কেনিয়ার ডেভিড সানায়েক।

১৯৯৮ সালের বিশ্ব যুব গেমসে ১০০ মিটারে আব্দুল্লাহ হেল কাফি সবশেষ বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছিলেন কোনও বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। ১৯ বছর পর আবারও সেই মুহূর্ত ফিরিয়ে এনেছিলেন জহির ৪০০ মিটারের সেমিফাইনাল নিশ্চিত করে।

গত জুনে ব্যাংককের এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে ৪৯.১২ সেকেন্ড সময় নিয়ে নাইরোবির বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছিলেন জহির। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি তিনি। হিটে নিজের সেরাটা দিয়ে জায়গা করে নিয়েছেন ৪০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে। কিন্তু ফাইনালে উঠা হলো না ১৭ বছর বয়সীর, হলো না বাংলাদেশের অ্যাথলেটিকসে আরেকটি নতুন ইতিহাস।

/এফএইচএম/