দারুণ খেলেও পোরশে ওপেনে তৃতীয় সিদ্দিকুর

Rahman portraitবাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের সামনে এসেছিল প্রথমবার ইউরোপিয়ান ট্যুর শিরোপা জয়ের সুযোগ। কিন্তু অল্পের জন্য ব্যর্থ হলেন তিনি। পোরশে ওপেনে সবমিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলে যৌথভাবে তৃতীয় হয়েছেন সিদ্দিকুর।

জার্মানির হামবুর্গের গ্রিন ঈগল গলফ কোর্সে প্রথম রাউন্ডে ভালো শুরু করেছিলেন দুটি এশিয়ান ‍ট্যুর জেতা সিদ্দিকুর। কিন্তু পরের রাউন্ডে পিছিয়ে পড়েন বাংলাদেশি তারকা। প্রথম রাউন্ডে ৭০ শটে খেলার পর দ্বিতীয় রাউন্ড শেষ করেন ৬৬ শটে। দ্বিতীয় রাউন্ডের পর সবমিলিয়ে পারের চেয়ে ৮ শট এগিয়ে থেকে লিডারবোর্ডে যৌথভাবে দ্বিতীয় হয়েছিলেন। কিন্তু তৃতীয় রাউন্ডে বৃষ্টি ও প্রবল বাতাসে পিছিয়ে পড়েন সিদ্দিকুর। লিডারবোর্ডে ১০ নম্বরে নেমে যান তিনি।

রবিবার চতুর্থ ও শেষ রাউন্ডে ঘুরে দাঁড়ান সিদ্দিকুর। তবে সম্ভাবনা তৈরি করেও সহজ সুযোগ নষ্ট করেন ২০০৭ সালে পেশাদার গলফে নাম লেখানো এই গলফার। সবমিলিয়ে পারের চেয়ে ১১ শট কম (২৭৭ স্ট্রোক) নিয়ে সুইডেনের জোহান এডফোর্সের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে থেকে শেষ করেন ৩২ বছর বয়সী।

২ কোটি ইউরো প্রাইজমানির এ আসরে গতবারের শিরোপাজয়ী ফ্রান্সের আলেক্সান্দার লেভিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইংল্যান্ডের জর্ডান স্মিথ।

/এফএইচএম/