আর্চারি ফেডারেশনের পাশে সিটি গ্রুপ

আর্চারি ফেডারেশনের সংবাদ সম্মেলন২০২০ টোকিও অলিম্পিক ও ২০২২ এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্যে আর্চারি ফেডারেশনের পাশে দাঁড়িয়েছে সিটি গ্রুপ। ‘তীর গো ফর গোল্ড’ ভিশন সামনে রেখে জাতীয় আর্চারি দলের প্রাইম স্পন্সর ও ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী পাঁচ বছর ফেডারেশনের সঙ্গে থাকার ঘোষণা দেওয়া সিটি গ্রুপ প্রথম বছরে এক কোটি ৮০ লাখ টাকা দেবে। শুটারদের পারফরম্যান্স ভালো হলে বেড়ে যাবে এই অঙ্ক।

সোমবার আর্চারি ফেডারেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (সেলস ও মার্কেটিং) শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘১৭ কোটি মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা আর্চারি ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছি। আমাদের  মনে হয়েছে, অলিম্পিকে এই ডিসিপ্লিন থেকে পদক আসার সুযোগ আছে। তাই আমরা খেলাটির সঙ্গে যুক্ত হয়েছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শুটিং ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন চপল।