বিএসপিএ বর্ষসেরা অ্যাওয়ার্ডের তালিকায় সাকিব-অর্ণব-জাফর

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুনআগামী ৬ জানুয়ারি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০১৭ সালের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার দেবে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)। বিদায়ী বছরের পারফরম্যান্সের ভিত্তিতে এবার ১৪টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। তবে সবচেয়ে বড় ক্যাটাগরি বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, শুটার অর্ণব সারার লাদিফ ও ফুটবলার জাফর ইকবাল।

বিএসপিএ’র জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একজনকে বেছে নেওয়া হবে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে। নতুন করে তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ক্যাটাগরিতে একজনকে পুরস্কৃত করবে সমিতি। প্রথমবার এই পুরস্কার পাচ্ছেন ময়মনসিংহের কলসিন্দুরের মেয়েদের ফুটবল বিপ্লবের নেপথ্য কারিগর মফিজুল হক।

এছাড়া গত দুইবারের ধারাবাহিকতায় ‘পপুলার চয়েজ’ অ্যাওয়ার্ডের জন্যও বিএসপিএ’র ওয়েবসাইটে চলছে ভোটিং। এখানেও সংক্ষিপ্ত তালিকায় আছেন সাকিব। সেখানে তার প্রতিদ্বন্দ্বী ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা, ক্রিকেটার মাহমুদউল্লাহ ও ফুটবলার জাফর ইকবাল। সর্বোচ্চ ভোট পাওয়া খেলোয়াড় পাবেন এই পুরস্কার।

আগের দুইবারের মতো এবারও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড পৃষ্ঠপোষকতা করবে। তাদের ব্র্যান্ড কুল-এর নামে যার নামকরণ কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। এটা বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয়, মর্যাদার ও জমকালো ক্রীড়া পুরস্কার।

এ উপলক্ষে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব, সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হাসানউল্লাহ খান রানা, জুরি বোর্ডের চেয়ারম্যান তালহা বিন নজরুল ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ফজল মাহমুদ রনি।